শ্রাবণ মেঘের বৃষ্টিঝরা শস্যক্ষেতে
                       একলা দাঁড়িয়ে সঙ্গোপনে,
বর্ষার আবেগে হৃদয় জুড়ে পরতে পরতে
                           লুকানো স্বপ্ন ফুলবনে।
রঙিন সাজে বর্ণিল রঙধনু আকাশে
                 বজ্রধনির চমকিত ঝংকার দিয়ে,
এলোমেলো ভেজা চুলে হৃদয় দোলানো
                পরবাসে উত্তরী মেঘ আসে ধেয়ে।
যাবে তুমি মহুয়ার বনে, কাঁটাবন পেরিয়ে
                     মায়াময় অমৃত বিচ্ছেদ ভুলে,
শ্রাবণ মেঘের অঝর কাঁন্নায় বারিধারা ছাপিয়ে
                           দ্বিধা সংশয়ে ওঠে দুলে।
চলে তারই সাথে বজ্র বিদ্যুতে
           একলা মাঠে জল থৈথৈ শৈবাল দোলে,
প্রেয়সির কাঁপন ধরা ঠোঁটে স্মৃতিপটে
                      সুখপাখি ডাকে কদম ডালে।
অনুভূতির কোলাহলে নিঃসঙ্গতা ভাঙ্গে
                     ডানাঝাড়া পাখির মতো সবে,
তারপর প্রাগৈতিহাসিক অনন্ত স্মৃতির রঙে
          রাঙিয়ে প্রেমিক ছোটে পূর্বমেঘে নীরবে।
(১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ২৬ শ্রাবণ ১৪২৪)