সোনালী দিনের অপেক্ষায়
আগামীর পথ চলায়
জেগে ওঠো মুক্তচিন্তার স্বাধীন পথচলায়।

ভালোরা আছে সন্দেহে
মিথ্যার বড়াই দুনিয়ার অন্ধে
চারিদিকে ভালো থাকার অভিনয়।

আঁধার কেটে আসবে ভোর
প্রভাত আলোয় খুলবে দোর
আলোকিত হবে প্রতিটি মানুষের অন্তর।

বইবে বাতাস সুদিনে
মুক্ত মনে আলোর সনে
জীবন জাগরণে আলোকিত করো প্রহর।