চেতনার গভীরে বসন্তের জোয়ার ভাষার স্মৃতি,
রক্তকণিকায় প্রবাহিত আমার অস্তিত্বের অনুভূতি।
সেই ফাগুন বসন্তের গান যুগিয়েছিল আশা,
স্বযতেœ বেড়ে ওঠা একুশের ফুল; একটি ভাষা।
অমৃত শব্দ বুননে বর্ণমালার বীজ, সে পথচলা;
খেলা করে ত্রিভূবন জুড়ে আমার বর্ণমালা।
সুর ও ধবনিতে অনুভূতির অনুভবে সুর তোলে,
চেতনার অস্তিত্বে আমার বর্ণমালা মর্মমূলে।
(২০ ফেব্রæয়ারি ২০১৬, শনিবার ১৪২২)