উদয়ের আলো, রোদের খেলা মায়ার ঝিলিক;
হেঁটে চলা পথে, ঈশারায় চুপসে দাঁড়ানো।
মাটির শীতল আবেশে, বনানীর পরশ ছোঁয়ায়;
মমতায় দাঁড়ায় দূর পাহাড়ের মায়ার ছায়ায়।
গোধুলির কায়ার ছায়া ঢাকে পল্লী মাঠ-বননে,
ধূসর সন্ধ্যা ডাকে ঝিঁঝিপোকা আঁধারের ঘনবনে।
পল্লী জননী সাঝের প্রদীপের আলো করে খেলা,
বুনো মশার কামড়ে অতিষ্ঠ ধূসর সন্ধ্যাবেলা।
              (ডিসেম্বর ২০১৪)