সবুজ বন-বনানীর মাঠে বিরহের গান,
রাত্রির কোলে জাগে নক্ষত্ররাজি যে প্রাণ।
ধরণীর বুকে জেগেছে, দেখেছে চক্ষু মেলে;
ভোরের আলোয় অন্ধকার দেয় দূরে ঠেলে।
জেগে ওঠে সব, পাড়া মহল্লায় কোলাহল;
পূব আকাশে আলো ভাসায় দিগন্ত রক্তলাল,
সবুজ মাচায় পাখির কলরবে প্রেমের ছোঁয়া,
শীতের আগমণে হেমন্ত প্রকৃতি যেন ধোয়া।
বিননি খুলে আঁচলে মিষ্টি রোদে যায় হেঁটে,
বিরহের গান তবু মুখে কথা নাহি ফোঁটে।
নীল নয়নে সাদা বুননে নীলাকাশে ভাসে,
আলোর মাঝে বিরহের কোলাহল ভাসে।
ভরদুপুরে একা চলে, সেথা আলো ঝরে;
বনের পাখিরা চারিধারে ভীড়ে গান ধরে।
(১১ ডিসেম্বর ২০১১)