দৃষ্টির অন্তরালে ছুঁয়ে যায় হৃদয়েশ্বরী,
পর্দার আড়ালে বিষাদে মুখ লুকায় অপ্সরী।
রূপসৌন্ধর্যের অশ্রুতারা প্রেম গগনে কাঁদে,
এলোমেলো মন অলিগলি খোঁজে, পড়ে ফাঁদে।
আকাঙ্খার কামাগ্নি দেবদূতের নেশায়,
অন্তপুরে প্রেমাশ্বরীর জীবন কাঁদায়।
নীলোৎপল মধুতলে কামকল্পিত শিহরণে,
পড়ন্ত জীবন ঘানিটানে নির্জনে চলে সন্তর্পণে।
অনাহুত! অপাঙক্তেয় গ্রীষ্মের তাপদাহ,
জীবন্ত ফসিলে আগমণী ফুলঐশ্বর্যের দাহ।
দূরগামী পলাশবনে খোঁপায় শিমুলফুল,
বসন্ত দুপুরে আমের বোলে উড়ে খোলা চুল।
পাতাঝরা বনে বেদীমূলে দোলে মর্মর গানে,
ফিরে আসে রূপ যৌবনে বসন্তের ঘ্রাণে।
            (২৪ সেপ্টম্বর ২০১৩)