রাত্রির নিকষ আঁধার ছেড়ে,
          বৃষ্টি ভোরে চলি মেঘমিত্রের নীড়ে।
নব বধুর মতো স্নান সেরেছে প্রকৃতি ভোরে,
কালো চুল ছেড়ে বর্ষাতি এঘর ওঘর ঘোরে।
মান অভিমানী আষাঢ়স্য মেঘমিত্র,
                   যৌবনে পদার্পণ সবেমাত্র।
ছায়াযুগল কুন্তল ওড়ে ওড়ে
                       ইচ্ছে বৃষ্টি থাকে জুড়ে,
বৃষ্টির চুম্বনে ব্যাকুলতা বাড়ে
       জল ছলছল উজানে মাছ ডিম ছাড়ে।
ইচ্ছে বৃষ্টিতে ডুবদেয় অবশেষে,
      মেঘের আলপনা আঁকে মেঘের দেশে।
অঝোর বৃষ্টির ফোঁটা বিরহী বার্তার সুর,
           যেন যক্ষের পিপাষু বেদনা বিধুর।
নিসর্গ লোকে স্মৃতি খোঁজে মেঘমালার বেশে,
মমতায় ভেজে বেহিসেবী কিশোরী মনাকাশে।
ইচ্ছে বৃষ্টিতে ডুব দেয় নদী তটিনী সমতলে,
        ফিরে আসে বারবার মেঘবৃষ্টির জলে।
                   (২০ জুলাই ২০১২)