আমার জন্মভূমি পূণ্যভূমি অপরূপা চমৎকার,
ঋতু বৈচিত্রে, রূপৈশ্বর্যে সে যে অনিন্দ্য সুন্দর।
সুজলা-সুফলা-শস্য-শ্যমলা এ জগৎ সংসারে,
বারেবারে দেখি সোনালী আলোয় কিংবা রাতের আঁধারে।
খুব ভালোবাসি বলে গৃহকোণে শুনি বসন্তের তান,
খরা-ঝড়-বর্ষায় মরি মরি তবু গাহি বাংলার গান।
বাংলার পুজারি প্রভু, হৃদয় মাঝে সেই বাণী,
রূপ তার নিত্য নব নব, বাংলা যে ঋতুর রাণী।
স্নেহের আঁচলে বাঁধা থাকে বাংলার দামাল ছেলেরা,
অনন্ত আঁধার ঠেলে ঊষার আলো জ্বালে লক্ষ্মী যে তাঁরা।
সাম্যের কথা কয় জন্মভূমির তরে, বাউল-রাখালী সুরে,
মায়ের মমতা খুঁজে পাই বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে।
রূপবৈচিত্রে সেরা সে তো অপরূপা আমার প্রিয় জন্মভ‚মি,
পাখির কলরবে, নদীর কলতানে মুখরিত করো বাংলাকে তুমি।