মুক্ত হয়েছিল যশোর , আজ সেই ০৬ ডিসেম্বর;
বিশ্ববাসী জেনেছিল বাঙালির হুঙ্কার।
প্রাণের শহর, মায়ার শহর, প্রিয় শহর যশোর;
হাতজোড় করে মাফ চেয়েছিল হানাদার বাহিনীর দোসর।
বিশ্ব বিবেক দেখেছিল সেদিন যশোরবাসির বিজয়,
বাঙালি জেগেছিল, যশোরবাসি গেয়েছিল, ওরে ভয় নাই।
নরক কাণ্ড হত্যাযোগ্য জেনেছিল সেই বিখ্যাত কবিতায়,
‘সেপ্টম্বর অন যশোর রোড’ এর কবিতা দৃশ্যের ভাষায়।
যশোর থেকে বেনাপোল তথা বাংলাদেশের সচিত্র দৃশ্য,
কবি তাঁর নিপুন অক্ষরের বেদনার দৃশ্য হৃদয় করেছিল স্পর্শ।
আজ ০৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস,
বিশ্ব বাঙালির জেগে ওঠা, যশোরবাসি সাবাস।
কাব্য- কবিতায় জীবন সংগ্রামে, যুদ্ধের ময়দানে সরব;
বীর শহীদেরা জীবন দিয়ে বাংলাদেশ দিয়েছো, তোমরা আমাদের গৌরব।
আজ যশোর মুক্ত দিবস, বাঙালির বিজয়, আমাদের গৌরব;
বাংলাদেশ তথা বিশ্বের বুকে ছড়ায়েছে বিজয়ের সৌরভ।