যুগে যুগে এসেছে কতনা মানব গোষ্টি এ বঙ্গে
   আবরীয়, আফগান, ইরানী, তুর্কি সংস্কৃতির সঙ্গে,
সেই সাথে এসেছে সুফী, সাধু,পাদ্রী, পীর, দরবেশ
               ধর্ম প্রচার করেছে বঙ্গেতে এসে বেশ।
তরপর অষ্টম শতকে বাঙালির রক্তে
                  সোমীয় গোত্রের রক্ত বঙ্গতে মেশে,
সোমীয় থাকে, আফ্রিকার নেগ্রিট আসে
               বসতি গড়ে ধনৈশ্বর্যের লোভের বশে।
সেই লোভে আসে হাবশী রক্তবাহী জনগোষ্টি
     বহুরূপী বিচিত্র রক্তের মিশ্রণে এ মানব গোষ্টি।
বঙ্গেতে আসে গৌরবময় যুগের শাসন
ধর্মভিত্তিক রাজা পাল-গুপ্ত-সেনবংশ গড়ে আসন।
ধর্মপ্রচারে মুসলমান শাসকেরা আসে,
    চতুর্দশ-পঞ্চদশ শতকে সুলতানি রক্ত মেশে।
সুলতানি যুগ চলে টানা দু’শত বছর,
        হিন্দু-মুসলিম-খ্রীষ্টান মিশেছে বছর বছর।
তারপর আসে পর্তুগীজ-ফরাসি-ইংরেজ জাতি,
ভিন্ন জাতি গোষ্টির রক্ত মিশে সৃষ্ট বাঙালি জাতি।
দু’শত বছর শাসন শোষণ চালায় এ বাংলায়,
      বাঙালির রক্তে ইংরেজ মিশেছে অবলীলায়।
অবশেষে ছেড়ে দিল ঊর্দি শাসকের হাতে,
পাকবাহিনীর শসনে রক্ত মিশেছে বাঙালির রক্তে।
নানা উত্থান-পতনে গড়া বাঙালি জাতি আমরা,
স্বাধীন বাংলাদেশের সংস্কৃতিতে স্বাধীন জাতিতে সেরা।
(২৪ জুলাই ২০১০)