এই নিশিতে যাচ্ছ চলে ! যাও তবে যাও!
আসবে না আর প্রভাত বেলায়
      তবে একটু  ফিরে চাও!
                     যাও তবে যাও!
নিস্তব্ধ শীতল রাতে অচেনা জ্যোৎস্নার আলো জ্বেলে
মুক্তির আশায় কোথায় হারিয়ে গেলে!
                         একাকি ফেলে!
অচেনা দ্বীপের এই ছোট্ট শহরে
যাচ্ছ; তবে যাও! আমাকে পর করে।
বৃষ্টি মেঘের  আড়ালে রংধনু করে লুকোচুরি
দৃষ্টি ছোঁয়ায় মন করেছো চুরি,
তুমিই তো সেই প্রিয়তমা নারী
তুমি পারো তব যেতে একাকি ফেলে
একাকি এ্ই শহরে। মনে হয় আছি জেলে।
চৈতি হাওয়ার মন ফাগুনে
বিরহ ব্যথায় পুড়ছি আগুনে ,
এই নিশিতে গুমরে ওঠে মন
উদাস দুপুরে নিদ্রাহীন তব দুলে ওঠে মন।
                 কুয়াশা সরে গেছে দূরে
প্রিয়তমা তুমি নাই! আছি একাকি ঘরে।
আমের মুকুলে অলির আগমণ
আদর  চুমায়  ভরিয়ে দেয়, যেন অটুট বন্ধন।