আপন যোগ্যতার কর্মে আমরা
            আনব অর্থনৈতিক মুক্তির অভিধান,
দেশপ্রেম জাগিয়ে ভালোবেসে
                 দূর করব যত আছে অভিমান।
সময়ের মাঝে নিজেকে খোঁজ প্রতিযোগিতায়
            কতোটা যোগ্য করেছ নিত্য কাজে,
অর্থনৈতিক মুক্তির পথে মুক্ত অর্থনীতির
              বাজারে বেকার থাকা কি সাজে!
সময়ের এই জীবন ধরাপাতে
          প্রতিয়োগিতার দৌড়ে এগিয়ে যাও,
আপন মেধা জ্ঞানে শিক্ষায়
           যোগ্য হয়ে আপন কাজে সৎ হও।
দেখবে তুমি না পাওয়ার মাঝে
                 রত্ন জুটেছে তোমার ললাটে,
তোমাকে যারা পাগল বলে
    অবজ্ঞা করত, তারা দেখ আজ বকাটে!
দেশের  তরে জীবন বিলাও
             নিঃস্বার্থে ভালোবাসো দেশকে,
সত্য কখনো চাপা থাকেনা
দেখবে, দেশ-জাতি স্মরণ করবে তোমাকে।
প্রতিভা কখনো চাপা থাকে না
        স্বগৌরবে সে বিকশিত হবেই,
দাবায়ে রাখতে পারবে না তাকে
          আপন প্রতিভায় সে জ্বলে উঠবেই।
সময়ের কাজ সময়ে করো,কাজকে
       ভালোবাসো মুক্ত অর্থনীতির বাজারে,
ক্লান্ত জীবনে প্রতিদান পাবে
      স্থান পাবে তুমি জাতির হৃদয় মন্দিরে।
(০৯ জুলাই ২০১১)