এসো! জীবনকুঞ্জে মোরা বাঁধি নবীন ঘর,
সেবা আর পূজা দিয়ে রেখো
                     মম কখনো করো না পর।
সুখে-দুখে জীবন ব্যাপীয়া রেখো অন্তরে মম
           নিত্য কলরবে ভরে দিয়ো স্বর্গসম।
গ্রীষ্ম বর্ষা শীত শরত বসন্তে
            নবরূপে চিনো মোরে জীবনকুঞ্জে!
তবেই তো হবে এ জীবন ধন্য।
    ওহে হৃদয়তমা! কি কথা কইতে
                              আজ কাঁপছে বুক!
মম, প্রেম বন্ধনে জীবনকুঞ্জে ভরে দিয়ো সুখ।
মানস কুসুমে নব নবীন রূপে
রুদ্ধ করে দ্বার মেতেছ উৎসবে কলরবে।
                         কে দিল ডাক প্রভাতে!
বলল, এসো জীবনকুঞ্জের বসন্ত আলোতে।
শ্রাবণমেঘের আকুল ধারা
     মধুরপথে নিত্যমনে আমরা হই আত্মহারা
পূজা দিতে নিয়ে এসো ধরণীর সব ক’টা ফুল,
           ভাঙ্গবে তখন অভিমান, সকল ভুল।
মতভেদ আর তর্ক ভুলে
          সুখেদুখে এক সাথে যেন উঠি দুলে,
জীবনকুঞ্জে পাবো আলোর মোহনা
                  কাটবে দু’জনার ভ্রান্ত ধরণা।
(২৭ এপ্রিল ২০১১)