সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভাবছি অবশেষে আজ,
জীবনের সব ম্লান, অস্পষ্ট! প্রৌড় বয়সের কাজ।
সমুদ্রের ঢেউ এসে
মিলে যাচ্ছে শেষে,
কত উন্মাদনা! কত উত্তেজনা! করাল গ্রাসের ঢেউ,
গৈরিক গলাজলে সামাল দিতে পারে না কেউ!


চারিদিক থেকে উন্মাদনার চিৎকার আসে,
তরঙ্গে তরঙ্গের আঘাতে ফেনারাশি ভাসে।
আহ! একি উত্তেজনা
নাকি জীবনাবসান!
কূলে কূলে তব ফেনা রাশি উপচে পড়ে,
টর্নেডো, সাইক্লোন, টাইফুন ! নাকি ঝড়ে।


মৃত্যু আজ দুয়ারে দুয়ারে ধরছে টুটি টিপে,
হুঙ্কার! তারই সংকেত দিচ্ছে জীবন প্রদীপে।
শঙ্কায় ধরেছে ভয়
মৃত্যুর শেষ অভিনয়।
সমুদ্রের নীলপানি তরঙ্গের ঘর্ষণে ফেনারাশি সাদা,
রাতে সমুদ্রে জ্বলে আলেয়ার আলো ক্ষণিক আঁধা।


জীবনের আয়ু নিভার শেষ পর্যন্ত বাঁচার যুদ্ধ,
মৃত্যুভয় জীবনকে করে রাখে অবরুদ্ধ।
মৃত্যুর খবর কে রাখে!
জীবনের বাকে বাকে,
সত্যের পথে মৃত্যু জীবনকে বাস্তব করে তোলে,
জীবন যুদ্ধে জয়ী হলে আসল পরিচয় ফলে।


পাল ছেড়া নৌকা ঐ বৈশাখী ঝড়ে টলে,
ঘুরপাক খেয়ে উল্টে পড়ে নৌকা, জলে।
ছেড়া ছেড়া পাল
সবই আজ অচল,
ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে প্রাণ কেড়ে নিতে,
বুকের ভিতর হৃদপিণ্ডের কম্পন দিতে দিতে।