প্রতিটি প্রহরে আলো জ্বালে আঁধারে,
মিটমিট পিটপিট জ্বলে রাতের আঁধারে।
কোন সাড়া শব্দ নেই; নেই কোন গীত।
আলো জ্বেলে দূর করে সব ভয় ভীত।
জ্বলে আর নেভে, আঁধারে আঁধারে চলে;
আলোতে নিশ্চুপ পাতা-গুল্মের আড়ালে।
দিনের আলোতে গাছে মমত্বে চুম্বন করে ,
সন্ধ্যা হতেই আলো জ্বালে আঁধারে।
(২০ নভেম্বর ২০১২)