নিপাত যাক প্রহসনের বিচার
কলুষিত আইনে খালাস পায়
                       মহা অপরাধী।
নিরাপরাধী শাস্তি পায় যেথায়
                  ইহা মহা অবিচার।
স্তম্ভিত দিশেহারা বিচারক,
বিবেক হারিয়ে স্বাধীনতা খোঁজে
                   আগামীর নাগরিক!
অহেতুক বিরোধ, নষ্টের গুনকীর্তন
বিষবৃক্ষের চারিপাশে ঘোরে
                     ঘূর্ণির ভাবনা।
অগ্নিবৃক্ষে জ্বলে কষ্টের ভাবনা
                       দৃশ্যের আড়ালে।
বেকসুর খালাস পায় ভয়ঙ্কর খুনি!
হীনতার কৃত্রিম শ্বাসে চলে সান্ত¦না
আধুনিকতার পোড়া গন্ধে চলে
                        মগজ ধোলাই,
তারপর থেমে যায় আলো(বিচার)!
জেনে শুনে বিব্রতবোধ করে বিচারক।
হায়রে বিচারপতি! কেমন তোমার বিচার
অপরাধী জেনেও তারপর কথাবলা।
        নিপাত যাক প্রহসনের বিচার।
        (০২ ফেব্রুয়ারি ২০১৫)