চিত্তে আমার বাজল সুধা
আপন মনে তারই সনে তপবনে;
বাজল বাঁশি মনের মাঝে
                      জাগিয়ে তোলে জনে জনে।আমার সুরে দশ দিগন্তে
অন্তহীন এই মৃত্যু মাঝে, পূজারমালা বিধারতার এই
      কুসুম কানন নিত্য কাজে।
আমি। আপন মনে তারই সনে
সবার মাঝে দিনে-রাতে,
বাজাই বাঁশি চিত্তবীণার
      তারহীন এই সবার সাথে।
বাজিয়ে বাঁশি জ্বালিয়ে রাখি
  অন্ধকারে অন্ধজনে বারেবারে,
জীবন সেবার প্রভাত বেলায়
ফুটল কুসুম কানন ভরে।
তারায় ভরায় মিনার চূড়ায়
আমার কলম জাগে চিত্ত মাঝে,
বৈরাগী সেই বজ্রবাজে
      আপন মনে তপবনে দৃষ্টি খোঁজে।
ঘরের মাঝে জীবনখানি
         কলম-খাতায় বেঁধে রাখি,
যায় ছুঁটে সে সংসারের এই
        বাঁধন ছিড়ে কাঁদিয়ে আঁখি।আমার হৃদয় মাঝে সুর তোলে
আপন মনে সুরের খেলা,
চরণ মূলে সবই ভুলে
কভু, যায় ফুরিয়ে বেলা!
সংসারের এই পিছুটানে
ভূবন ভরা প্রেমের গানে,
আমি, ছুটে চলি প্রভুর খোঁজে
সকল কাজে সবার মাঝে।
  আমি, পূজার ছলে খুঁজেফিরি
                          ঠিকানাহীন তাঁরই কাজে।  সবাই পাগল বলে গালিদেয়
                       তবু, তাঁরই খুঁজি নয়নপাতে,
নিদ্রাপুরীর আঁধার রাতে
                           নিদ্রা রবির সোনার রথে। সবুজে ঘেরা পুষ্পে ভরা তপবনে
                          পাবো ভাবি আশার মাঝে,
প্রেম কাননে প্রভুর সনে;
                    প্রভু, তোমার পূজা প্রতি কাজে।
                                 (০৭ আগস্ট ২০১১)