শিশির ভেজা সকালে সুবোধ বালকের মতো
অপরিণীতার মাঝে খুঁজে ফিরি
                   ক্লান্ত শরীরে।
হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে
অন্ধকারের হিংস্রতা নামে
দীর্ঘকাল পরে মাঘের রাত্রি প্রহরে।
তারা ভরা পূর্ণিমা রাতে কুয়াশায় ভাসে
প্রেমের অবিনশ্বর শ্বেত পাথরে।
মহাকালের ধুলোয় জীর্ণ
তবু বিশ্বাসে উঠি দুলে
বলে ওঠে ওরে ভয় নাইরে।
মাঘের জীর্ণ-মলিনতা ঠেলে
জেগে উঠি রৌদ্রোজ্জ্বল বসন্ত সকালে
                                ক্লান্ত শরীরে।