কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
দীপ্ত কণ্ঠস্বরে স্বাধীনতার স্বপ্ন আঁকি।
কোটি মানুষ তাঁকে বসিয়েছে শ্রদ্ধার আসনে,
বাংলার নক্ষত্র,আপসহীন অগ্নিদীপ্ত ভাষণে।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
শ্রদ্ধা ভালোবাসায় তাঁকে বঙ্গবন্ধু বলে ডাকি।
বাংলার প্রাণ, বাঙালির গান, বাংলাদেশের সম্মান।
জাগিয়ে তুলেছো বাঙালিকে শেখ মুজিবুর রহমান।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
হাজার বছরের ছবি, বাংলার প্রাণ পাখি।
অপেক্ষার বহুকাল পর পেয়েছিল সেই কণ্ঠস্বর,
বাঙালির অন্তরে সে তো মহাবীর স্বাধীনতার বর।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে, দিয়েছে নতুন ছবি।
অত্যাচার নীপিড়নের বিরুদ্ধে যুগিয়েছে সাহস,
শত্রু-মিত্র কারো প্রতি ছিল না কোন আক্রোশ।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
দৃঢ় অপসহীন সাহসী জনদরদী  বাঙালির আঁখি।
সেই মধুর নামে ডাকি, বাংলার বন্ধু সে তো বঙ্গবন্ধু;
মুখে মুখে আজও শুনি অগ্নিবাণী, প্রাণের ধ্বনি বঙ্গবন্ধু।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
গ্রাম শহর রাজপথে তাঁকে বাঙালির হৃদয়ে দেখি।
এঁকেছে তাঁর ছবি বাংলার মানচিত্রে, বিশ্ব মানবতায়
ভালোবাসর বৃষ্টিতে ভিজিয়েছে স্বাধীন পতাকায়।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
মহানায়ক মহাবীর বাঙালির প্রাণ, সাম্যের আঁখি।
বাঙালির হৃদয়ের স্লোগান বঙ্গবন্ধু , তাঁর ছবি আঁকি,
লাল সবুজের পতাকায় তাঁর ভালোবাসার ছবি দেখি।


কী নামে ডাকি তাঁকে ! কী নামে ডাকি!!
পাজামা-পানজাবি,কালো চশমা পরে তর্জনী তুলতে দেখি।
জনসভা মিছিলে বলি জুলিও কুরির শান্তির শেখ মুজিব,
বাঙালির নেতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।