ধৈর্য ধরো শান্ত থাকো
নিরবে নিরবে প্রভুকে ডাকো।
উচ্চ বেতন তবু লোভ কি কমেছে কারো!
চাই আরো চাই, চাওয়ার শেষ নেই কারো।
লুটেরা ভয়ে থাকে, জনগণ কি আছে স্বস্তিত্বে!
উচ্চ দক্ষতা উৎপাদনশীল দেশ সরকারের অস্তিত্বে।
ধন খরচ করো আর জ্ঞান অর্জন করো ,
চরিত্র গঠন করো।
প্রকৃতির ফাঁদ রুদ্ধশ্বাস,
কারো পৌষমাস কারো সর্বনাস।
ধৈর্য ধরো শান্ত থাকো বারোমাস।
(০৫ মার্চ ২০১৮)