দূর থেকে আজ খবর এসেছে ভাই,
যেতে হবে মোর দাঁড়াবার সময় নাই।
চলছি সম্মুখে! চলছি অনন্ত পথে!
জানি না ক’বে দেখা হবে তার সাথে!
খুঁজে ফিরি দিন রাত, বারবার একলা
তবু দূরে সরে যায়! শেষ হয় বেলা।
খবর এসেছে দূর থেকে,
কে যেন বলল, তাকিয়ে থাকিস নে ও দিকে !
যা তুই চলে দূরে ! আরো দূরে!
কাজ শেষে তবে ফিরিস নিজ ঘরে।
অন্ধের মতো তাকাস নে প্রতীক্ষায়,
যাত্রাপথে যদি কেউ কখনো থামায়
রেগে উঠিস নে অন্ধ আবেগ ভাবনায়।
যা আছে আজ, যতটুকু আছে সম্বল
তাই নিয়ে যা। সময়ই করবে তোকে সফল।
দূর থেকে ডাক এসেছে, যেতে হবে আজ!
সময়ের পিছে ছুটে, সময় ধরা কি সহজ!