জাগাতে হবে সততা আর
               দেশপ্রেমের জাতীয়তা বোধ,
দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা
                            নিচ্ছে প্রতিশোধ।
আমরা বিক্রী হচ্ছি প্রতিদিন সর্বক্ষণ
নব্য পুঁজিপতিদের হাতে
                 দিচ্ছি নৈতিকতা বিসর্জন ।
জর্জরিত আজ দেশ-সমাজ-
                         জাতি ডুবছে ঋণে,
চিন্তা মনন অনুভূতি আজ
                  ওদের দখলে / নিয়ন্ত্রণে।
বড় দুঃসময়ে জন্ম আমার এ সমাজে,
       ব্যক্তি থেকে শুরু করে জাতি রাষ্ট্রে
আবেগ অনুভূতিতে অজ্ঞরা বুদ্ধিমান সাজে ।
অতীত ছাপিয়ে বর্তমানে বৈশ্বিক পুঁজি
   নেশায় মত্ত সমাজে ভাঙ্গনের মধ্যে আছি।
বহুজাতিক কোম্পানির বিষবাষ্পে
                                সমাজ আছন্ন,
চড়াদামের সেই ঋণ শোধে
                           আমরা হচ্ছি শূন্য।
সরলতার সুযোগে দুঃখী
                       মানুষের পকেট কাটে
অনাহারে কাঁন্নায় শহরে ছোটে।
হায়রে! বড় দুঃসময়ে জন্মএ সমাজে।
নীতি-নৈতিকতা বিক্রি করছি ভবিষ্যেতের
        প্রতিরোধ করতে পারছি না ক্ষতের!
আটকে আছি হতাশায় আর
                    মাদকে সমাজ নিমাজ্জিত,
দুর্বিসহ ক্ষয়িষ্ণু সমাজ জীবনকে
                          করছে ক্ষত-বিক্ষত।


    (২২ আগষ্ট ২০১০)