আমরা জানি, সবাই জানি, বাংলার ইতিহাস;
জাতি-ধর্ম-বর্ণ সবাই মিলে পাশাপাশি বসবাস।
হিংস্রতার তীক্ষ্ম থাবা বারবার বাংলার মানচিত্রে,
শাসন-শোষণ-জুলুম-নীপিড়ন সবই চলে একত্রে।
ক্ষুদিরাম থেকে শুরু করে তিতুমীর সিরাজের দেশে,
লাল-সবুজের পতাকা উড়ল বঙ্গবন্ধুর বাংলাদেশে।
আক্রমণ প্রতি আক্রমণে ছিন্নভিন্ন আমাদের বঙ্গভূমি,
সোনার বাংলায় ঘুমাও শেখ মুজিবর রহমান তুমি।
ঘাত-প্রতিঘাতে শোষিত নিপীড়িত এ বঙ্গজাতি,
ধ্বংসস্তুপের মাঝে একাত্তরে জালিয়েছিলে বাতি।
আমরা সবাই জানি, বিশ্বজানে তোমার ক্যারিশমা;
তোমাকে হত্যা করে কুৎসা রটিয়েছিল পরাজিতরা।
তুমি বাংলার জ্যোতি, বিশ্ব মানবতার প্রতিচ্ছবি।
তুমি বিশ্ব মানচিত্রে স্বাধীন সোনার বাংলার রবি।
আমরা সবাই জানি, বাংলার মহানীষিদের ইতিহাস;
জানতে হলে বারবার পড়ো মনীষিদের ইতিহাস।
মিথ্যা বক্তৃতা না শুনে, বইয়ে জানো সঠিক ইতিহাস;
সত্য ইতিহাস জেনে দেশ-জাতির হও সেবাদাস।
(১৫ আগস্ট ২০১৫)