ঘাটতি অনুভব দূর বেদনার গভীরে
স্তব্ধ পাথর পাহাড়ের গুহায় দাঁড়িয়ে
            গোপন বেদনার
         অন্তহীন ধুলিস্রোতে
একাকীত্বের বিরহ গাথা সময় দূরত্বে
দলছুট গ্রহের রোমাঞ্চিত স্মৃতির আভায়।

চিন্তার ঘোলা জলে আর রহস্যের জঙ্গলে থাকি,
নীরব আত্মার হলুদ শিখা থেকে ঝরে পড়ি
        স্মৃতির বোটা থেকে
           মায়াবী সন্ধ্যায়,
     জীবন্মৃত দুঃখ-কষ্টের রক্ত শূন্যতায়
ঝড়ের নিঃশ্বাসে কেঁদে উঠি গোপন বেদনায়।

অদ্যাবধি থাকি একাকী। সীমাহীন বঞ্চনায়,
নিথর আক্রোশে মুখ থুবড়ে আছি স্বস্তিহীনতায়,
             আপন বেদনায়
          স্মৃতির স্থবিরতায়,
নীড় ছেড়ে চলে আসি ক্ষত-বিক্ষত স্মৃতিকণায়
জীবন দুঃখ লুকিয়ে, হেসে উঠি কষ্টের বেদনায়।