পড়ন্ত বিকেলে  হাঁটছি  ফুলের গন্ধ নিয়ে
অদৃশ্য শিহরণে থমকে  দাঁড়িয়ে
দেখি, মৌমাছি  আর প্রজাপ্রতির  মেলা
আমি চলতেই বলল,  এখন যে অবোরবেলা!
মৃদ্রুকম্পনে কানে  এলো রঙ বেরঙের গুঞ্জন,
নির্জনতায় চুপিসারে ছড়াচ্ছে প্রেমের কিরণ।
তারপর ডুব সাঁতারে লুকোচুরি  গোধূলি লগনে,
মধু সঞ্চয়  ছেড়ে  সখ্যতায় দুজনে সঙ্গোপনে
আঁধারে জাপটে ধরে  ভালোবাসা  শেখালো
                           জ‍্যোৎস্নারাতে.
ফুলেরা দুলছে, প্রজাপ্রতি উড়ছে, বলল কবিতা  
                         শোনাতে।