নেতৃত্বের অভাবে আমরা আজ জনবিছিন্ন
                          নেই সাম্যের প্রীতি,
দলবাজির খপ্পরে দিশেহারা জাতি।
আত্মত্যাগের বদলে স্বার্থপরতা
               সমাজকে গ্রাস করছে সর্বদা,
নৈতিকতার অবক্ষয় সর্বত্র;
অর্থনৈতিকমুক্তি দুর্নীতির কাছে
                        দিশেহারা, পরাজিত।
রক্ষক আজ ভক্ষক।
দলীয় ক্যাডার এবং গোপন সমিতির কাছে
                মুক্তবাজার অর্থনীতি অবরুদ্ধ,
তাই তো নেতা-নেত্রীদের মুখবন্ধ।
নেতৃত্ব আর নৈতিকতার দূষণে দূষিত,
                    দেশ-জাতি-সমাজ কলুষিত।
চিন্তা অনুভূতি বিবেক হিংসার দংশনে দংশিত।
কর্মবিমুখ জাতি আজ হতাশার রোগে দগ্ধ;
              নেতৃত্বের অভাবে দিশেহারা জাতি,
দুর্নীতির কাছে পরাজিত, হারাচ্ছে জ্যোতি।
            স্বজনপ্রীতির চাপে অসহায় মেধাবী।
আইন সেতো টাকার গোলাম
          তাই, নেতা, নেতৃত্ব, নীতিজ্ঞান
                          আমাদের বড় দরকার।
                      (২০ মাচর্ ২০১২)