চড়ছো বিএমডব্লিউ, করোলা, পাজেরো গাড়িতে
কর্মী যে কারখানার প্রাণ, কিভাবে পারলে ভুলতে!
অভাবি মানুষগুলোর পেটে লাথি মারতে,
নিয়তি তোমাকে ছাড়বে না, সময় মতো ছোবল দিবে।
যখন উৎপাদন ছিল, কণ্ট্রাক্ট ছিল, ভুরিভুরি
ঐ অভাবি মানুষগুলো সারাদিন কাজ করে
সংসারের খরচ যোগাতে রাতে ছিল অনাহারি।
তারচেয়ে অসহায় যারা আছে মধ্যবিত্ত শ্রেণি,
অফিস দিয়েছে অর্ধেক বেতন, ভেবেছো কি!
কেমনে টেনেছে অভাবি সংসারের ঘাণি।