স্বাধীনতার দৃঢ় প্রত্যয়ে বিজয়ের
                  উল্লাসে মুক্তির মিছিলে,
চিরচেনা শত্রুর হাতে প্রিয়
           বাঙালির রক্ত এ ভূমি দোলে।
বাংলার ধুলো-কাদা-মাটি,
             বাংলার নদীজলে একাকার;
শহিদ মিনার ছুঁয়ে দৃঢ় প্রত্যয়ে
                জাগে বাঙালির দিবাকর।
অবিনাশী বর্ণমালায় জেগে ওঠে
                    সাতই মার্চের ভাষণে,
আমের মুকুলের গন্ধে শিমুলের শোভাতে
                      শক্তি সে আহবানে।
বীরের জাতি বারবার শোনে,
   “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।”
বজ্রকণ্ঠে ফেটে পড়ে বঙ্গের
                  অধিবাসী রাতের আঁধারে,
“জয় বাংলা”র গগন বিদারী উচ্চারণে
          কাঁপে থরেথরে।
রাতে বহুদূর হেঁটে আকাশের
                 ধ্রুবতারা দেখে পথ চিনে,
স্বদেশের স্বার্থে, স্বজাতির উদ্ধারে
             শত্রুর ঘাটিতে আঘাত হানে।
আকাশ বিদীর্ণ করা বাঙালির
           মুক্তির “জয় বাংলা” স্লোগানে,
“মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্”
              বঙ্গবন্ধুর সেই দৃঢ় উচ্চারণে।
জনতার হুঙ্কার “বীর বাঙালি অস্ত্র ধর,
                    বাংলাদেশ স্বাধীন কর।”
বিজয়ের দীপ্ত চুম্বনে জড়িয়ে ধরে
                সার্বভৌম পতাকা বাংলার।
(০৬ মার্চ ২০১৩)