মিথ্যা অহংকারের বসবাস আজ লোকালয়ে,
               স্বাধীন সুজন থাকে ভয়ে ভয়ে।
দম্ভ-ঈর্ষা-পরশ্রীকাতরতায় সমাজপতি,
কর ফাঁকি, দুর্নীতি, উপরি আয়ে কোটিপতি।
নীরবে সম্মুখে চলে মিথ্যের বেসাতি,
দেশ-জাতি সমাজকে ধ্বংস করে নব্যপতি।
        (২৫ জুলাই ২০১২)