মিথ‍্যার রঙিন  স্বপ্নে বিভোর হলে
জীবন  যাবে রসাতলে।
কর্ম বিমুখ  অলস জীবন,
অচিরেই  তার হবে অধঃপতন।
কর্মই  ফল কর্মই  জীবন,
কর্ম বিনে হয় কি সফল?
রঙিন  স্বপ্ন বাস্তবে আনো,
ধরার বুকে  কর্মের বীজ বোনো।