বেহায়া মন উড়ে সারাক্ষণ বিষণ্ন বেদনায়,
হৃদয়  পোড়ে বিরহ জুড়ে  অনুভূতির জ্বালায়।
ভুলোমন মায়া কাঁন্নার ভূবন  সারাটি জীবন,
সাঁঝের বেলায়  ভাটির ভেলায়  ভাবে  অকারণ।
অঝোরে কাঁদে জীবন  নদে ভুলের উপলব্ধিতে,
বিষাদের বিষে জীবন শেষে পায় না কুল তীরেতে।
সময়ের পাল চলে চিরকাল  ভুলে ভরা জীবন,
যৌবন বেলা অনুভূতির দোলা অকারণে রাঙায় স্বপন।
পথের প্রান্তরে মাঠের কিনারে অবহেলায়  ঝরে ফুল
যৌবনের  ভুল দিতে হয় মাসুল জীবনে হারায় দু'কুল।
উড়ো উড়ো মন পথে হারায় ক্ষণ আফসোসে মরে শেষে,
অবশেষে ভাগ‍্যকে দোষে পায় না দিশে সবশেষে।