প্রভাতের আলো জগত জুড়ালো
যৌবন যে জীবনের আলো,
যৌবনের হাসি কখনো হয় না বাসি
কর্মে জাগাও জীবনের হাসি।
তোমার প্রতিভা তোমারই আলো
জগতের বুকে জ্ঞানের মশাল জ্বালো,
যৌবন জীবনের শক্তি
মানবতায় বাড়াও শ্রদ্ধা-ভক্তি।
সুপ্ত আলো জ্বালিয়ে ডাকো নতুনের
আঁধার ভেদ করে সূর্য উঠবে প্রভাতে।