লোভ-লালসা বাদ দিয়ে ভাই
               করতে হবে প্রেমের সাধন,
  তবেই পাবে, হাতের মুঠোয় মানিক রতন।
              জ্ঞানের সাধন ধ্যান জ্ঞানে
       আর প্রেমের সাধন হৃদয় কোনে
বই এর মাঝে খোঁজ দিশা,
বাদ দিয়ে দাও, লোভ-লালসা, হিংসা-ঈর্ষা।
                 প্রেম কর  তুই বই এর সাথে
   দেখবে, থাকবে সবাই তোমার সাথে।
                 লোভের বশে হাতটান আর
                 একবার লোভ হলেই বারবার
          বই হলো তাই মনের খাদ্য
    খেলাধুলা শরীরে যোগায় নিত্য আনন্দ।
         প্রেম করো তাই বই এর সাথে,
                  হৃদয় মনে দিনে-রাতে।
লোভ করো যদি টাকার সাথে,
লালসাটা আসবে সাথে সাথে।
             লোভ লালসার যদি হয় মিলন
         জ্ঞান কিংবা প্রেমের হবে না সাধন।
তাই, লোভ-লালসা বাদ দিয়ে
                 করতে হবে জ্ঞানের সাধন।
তবেই পাবে জ্ঞানের মাঝে মানিক রতন।
  মরণ নেশায় পড়লে ফাঁদে
                 জীবন যাবে কেঁদে কেঁদে।
       লাভের বশে! লোভটা যদি অধিক হয়;
            তার সাথে লালসাটাও বেড়ে যায়
   তবে তুমি সব হারাবে! কিছুই তখন র’বে না।
তাই লোভ-লালসার চিন্তা থাকলে মাথায় ,
                                    কিছুই হবে না।
      ভাবনা গুলো সত্ত্যি ভাবো,
                  প্রেম করো জ্ঞানের সাথে।
    ধ্যান করো আর প্রেম করো ঐ জ্ঞানীর সাথে।
প্রেম কি শুধু প্রেমিক/প্রেমিকা খোঁজে!
না ভাই! প্রেম করো সবাই নিত্য কাজে।
          লোভ-লালসার সঙ্গ ছেড়ে, বাদ দিয়ে
মনকে বোঝাও
   হৃদয় কোনে আলো ফোটাও জ্ঞান দিয়ে।
বই পড়ো আর ধ্যান করো কাজের ফাঁকে,
                   তবেই তুমি বেঁচে র’বে
  জ্ঞানীর সাথে যুগে যুগে।
          কাল মহাকাল যুগান্তরে ।
               সবাই তোমার করবে স্মরণ,
   প্রেম ভালোবাসায় তোমার করবে বরণ।
    লোভ-লালসা বাদ দিয়ে
                      প্রেম করো বই নিয়ে;
    সময় থাকতে সবাই করো জ্ঞানের সাধন,
           তবেই পাবে ধরার বুকে মানিক রতন।
                            (২৮ সেপ্টম্বর ২০০৯)