এই বাংলায় ঘুস ছাড়া কাজ হয় না,
          দুর্নীতি ছাড়া গাড়ি-বাড়ি করা যায় না।
গাড়ি-বাড়ি না হলে
        এলিট কিংবা উঁচু মহলে যাওয়া যায় না,
মুক্তঅর্থনীতির পুঁজিবাজারে কতো তালবাহেনা।
দেখ! বাংলার দিকে চেয়ে
                  যার আছে তাকে আরো দিচ্ছে,
আর অভাবী মানুষ টিসিবির মাল নিতে ধুকছে।
ভাষণে মিছিলে দিচ্ছে অভয়,
                 কিন্তু যত আয় তার দ্বিগুন ব্যয়।
জনপ্রতিনিধরা আছে শোষণে,
                    নেতা-নেত্রীরা আছে ভাষণে।
নীতিহীন কিছুলোক আছে তোষণে,
            নব্য আমলা, এলিটরা আছে ভূষণে।