যে এসেছে ফিরে - যতন করে রেখো
                            যেতে দিয়ো না তারে,
যতন করো, আপন ভেবে, কাছে ডাকো তারে।
  সুখ-দুঃখের অংশিদার করো
                        আপন ভেবে।
যে গিয়েছে চলে - তাকেও আসতে বলো
                     যদি সে আসতে চায়,
অযথা, আক্ষেপ করো না অভিমানের ছলে!
   নিয়তি বড় নিষ্ঠুর, বড় নির্মম
                কপালে যা আছে তা হবেই,
কপালে কি আছে কেউ জানে না,
                    তবে চেষ্টা করতে হবে।
মিথ্যা অপবাদ দিয়ে দূরে ঠেলো না -
আপন করে যতন করো, কাছে ডাকো তারে।
তুচ্ছ তাচ্ছিল্য করো না,
                  হয়ত অপমানে -
               চলে যেতে পারে সব ফেলে।
এসেছে যে ফিরে, যতন করে,
                      আপন করো তারে;
ভুল বুঝে অন্যের কথায় দুর্নাম ছড়ায়ো না কৌশলে,
না বুঝলে বোঝাও, কাছে ডাকো তারে।
আদর সোহাগে ভুলিয়ে দাও অপমান গ্লানি।
দেখবে হাসি-আনন্দ, শান্তি আসবে সংসারে।
                  ভুল বোঝাবুঝি ঘুচবে
         স্বর্গ সুখ পাবে আপন আপন সংসারে।
                   (০৮ ডিসেম্বর ২০১৩)