লাভ ক্ষতি শেষে ফিরি সিকি আধুলি নিয়ে,
সব দেনা শোধ। হয়তবা অনাহারী
ক্ষুধার চিৎকার ভুলে কখন যে অষ্টাদশী
ঋণশোধে ঘোমটা মাথায় লক্ষীবিলাসের ঘ্রাণ
ঘৃণা ক্ষোভে সন্ধ্যারাতে কিলো কিলো হাঁটি ।
ধুলি মাখা অনুভূতির কঙ্কাল শূন্যতায় ,
অসংহত গোধুলির করুন ইশতেহার!
ভঙ্গুরতা পৃথিবীর ক্ষুধার নগরিতে
তবুও লাভ ক্ষতি শেষে ফিরি সিকি আধুলি নিয়ে।
দিগন্তরেখার শ্রান্ত নভোনীলে আজও শূন্যতার ঢেউ,
মারীচিকার মায়াঘেরা বৃথাই বিষণ্ন দীর্ঘশ্বাস
স্বপ্নকুড়ির ডানা কল্পনাবীজ সংক্রমিত
ঋণশোধে মিশে যাই শূন্য খাঁচার স্বপ্ন আশায়।
একাকী নিশ্চিন্তে স্নেহ ছোঁয়া মমতার স্পর্শে
তবু ছায়া শূন্যতার মোহবিষ্ট সখ্যতা
নৈসর্গিক চোখে রঙধনুর চপলতা
উষ্ণ মধুর শিহরণ ,অপরূপ প্রনয়ন উচ্ছ্বাস!
তবুও লাভ ক্ষতি শেষে ফিরি সিকি আধুলি নিয়ে।