আশা উদ্দীপনার এক পরিপূর্ণ সকাল,
        রোদ ঝকঝকে এক উৎকণ্ঠার দুপুর;
         তারপর এলো মহামানব, মহাকবি।
    অপরাহ্নে স্বমহিমায বজ্রনিঘাতে উচ্চারণ
  ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”
       বাঙালি ”জয় বাংলা’ স্লোগানে
   কাঁপিয়ে তুলেছিল পাক সামরিক জান্তাকে।
     লাখ শহিদের আত্মদানে আমরা পেলাম
   বাঙালি জাতিসত্তার সার্বভৌম স্বাধীন দেশ।
        বাঙালির মূল্যবোধে বাঙালি পেল
   লাল-সবুজের স্বাধীন সোনার বাংলাদেশ।
              (০৭ মার্চ ২০১৪)