মৃত্যুফাঁদ! চরম ভোগান্তির এ জনপদ,
এখানে লুটপাট,দুর্নীতি চলে। কেহ নাই সৎ!
নিয়মের প্রয়োগ নাই, চলে অনিয়মের মহাউৎসব।
যে যাই করুক সর্বত্রই প্রভাবশালীর প্রভাব।
যে যতটুকু পায়, তার চেয়ে আরো বেশী চায়।
হোক সে কর্মকর্তা-কর্মচারি। পিছে থাকে সন্ত্রাসীর ভয়,
গোলক চক্রের গোলক ধাঁধায় আটকা পড়েছি মৃত্যুফাঁদে,
নিষ্ঠুর অনিয়ম দুর্নীতির মাঝে আটকে সবাই আজ কাঁদে।
                         লুটপাট করে ঠিকাদার,
     দুনীঁতি করে ঐ মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর।
তদন্ত কমিটি সে তো লোক দেখানো কৌশাল;
ফলাফল দেয় না, ওখানেও দুর্নীতি থাকে বহাল।
তদন্ত রিপোর্টে সুপারিশ যা করে তাও একপেশে,
শাস্তির বদলে থাকে তারা বহাল তবিয়াতে।
সরকার স্বপ্ন দেখায় প্রতিনিয়ত জনগণের,
দুর্নীতি মৃত্যুফাঁদে পড়ে ত্রাহি ত্রাহি প্রাণের।
বিশ্বায়ন ও পুঁজিবাদি বাজার অর্থনীতির  ফাঁদে,
আজ কী নাগরিক! কী গ্রামীণ জীবন কাঁদে!
                              পালাবদলের চাপে,
লুটপাট-দুর্নীতি- স্বজনপ্রীতি-সন্ত্রাসির ভয়ে কাঁপে!
হিংসা-ক্রোধ-প্রতিশোধ-ক্ষমতার দম্ভ,
ভোগান্তির এ জনপদকে করেছে স্তম্ভ।
তবু প্রচণ্ড আশাবাদি নিরীহ উজ্জীবিত মানুষগুলো,
শাসকশ্রেণি! দূর করো মৃত্যুফাঁদের চরম ভোগান্তিগুলো।
                                           (০৬জুন২০০৯)