আমার চোখে ঘুম নেই
প্রেমহীন পৃথিবী আজ দয়াহীন
                ভুগছি নিঃসঙ্গতায়।
নিঃসঙ্গতার মাঝরাতে ফেরারীর ছায়া
ভীষণ কাতর ভালবাসার মায়াজালে
                    রঙ্গীন ছায়াতলে।
নক্ষত্রের লাজুক রমণীর শেকলে
পাতাঝরা, পাপড়ি ছেড়া কোন এক কালে
প্রেমহীন পৃথবীর স্নেহসিক্ত আঁচলে!
                মাঝরাতে প্রেমময় শহরে।
চোখে ঘুমনেই মাঝরাতে
           দূর জনপদে নিঃসঙ্গ শহরে ।
স্মৃতির ক্ষণে ক্ষণে বুকের আন্তঃপুরে !
স্মৃতির সড়ক ধরে মাঝরাতে
                 চলেছি অতিচেনা শৈশবে।
মাঝরাতে নিঃসঙ্গ শহরের আঁধারে
           একাকী প্রেমহীন জনপদে।