চিন্তায় মননশীল মানবিক  সহমর্মিতা, আপদে বিপদে,
বিত্ত বৈভবের লোভনীয়  লালসা  অর্জিত  সম্পদে।
মৃত্তিকাচুমে দিবস রজনী মাতোয়ারা বিশ্বলীলায়,
ক্ষণিকের আস্তাকুঁড়ে ক্লান্তির বিভ্রান্তি নষ্ট চিন্তায়।
কানকথার চাপাক্ষোভে পাজরে ব‍্যথা প্রচণ্ড,
ধূমায়িত শ্বাসনালী দীর্ঘশ্বাসে ভোগে হৃদপিণ্ড।
ষড়রিপুর তাড়নায় নীতিভ্রষ্ট দিকভ্রান্ত হৃদপাখি
উদভ্রান্ত বৈভবে মাতে গোধুলিলগনে আখি।
তামাম ভূবন হৃদজাগরণ চিন্তার আস্তাকুঁড়ে
নিউরণে অনুরণ বুদ্ধিমত্তা  উদ্ভাবন ভূইফুঁড়ে।
নিঝুম নিরবে শব্দাবলি নির্বাক, হাব-ভাব
ভাষাহীন গুমোটে ক্লান্তির ধূসরতা নীলাভ।
চিন্তার সত‍্যটা আলো ফোঁটায় চিরন্তন দ্রোহে
অচলের স্তুপে চিন্তা জাগে না। বিত্তের লোভনীয় মোহে।
ভণ্ডামির সাধুতা আলিঙ্গনে আত্নহারা সুজন,
পঙ্কিল পিচাশে হৃদপুষ্ট মেকি অসুরের গর্জন।
প্রবৃত্তির নেশায় সংসারভার অক্ষত সন্ধিপূজা,
বিবেক বোধের অহংকার ইচ্ছেটুকু নেশায় বোজা।
বিষক্ত বঞ্চনায় স্বগোত্রীয় বেদনা বিত্তের কালো জাল
অশনি সংকেত অনুভবের অংশীদার কামনার বেড়াজাল।
ক্লান্তির বিভ্রান্তিতে ইঙ্গিত মৃত্যুকূপের উন্মুখ লাভায়,
সংসারের দোটানায় মানবের অপমান লোভে আটকায়।
অলীক চিন্তায় তিক্ত ত্যাক্ত উন্মাদ মেকির নেশা খোঁজে,
ষড়রিপুর বিধ্বস্ত চেতনায় অন্ধগলিপথে আলো খোঁজে।