নীলিমায় সাদা মেঘ ভেসে ভেসে উড়ে যায়,
তার মাঝে বাঁকা চাঁদ তারার মাঝে উঁকি দেয়।
নিজেকে বিলিয়ে দেয় হিংসা-ঈর্ষা লোভ ভুলে,
খুশির বন্যায় আনন্দে ভাসায় প্রকৃতির কোলে।
সবুজের বুকে নীলিমার হাসি চৌদিকে রাশিরাশি,
আত্মঅহংকার ভুলে ওরা তাই প্রকৃতির সেবাদাসী।
নক্ষত্রখোচিত তারার বুকে জ্যোৎস্নার আলো জ্বালে,
মানব প্রেমে সাদামন গড়ো, সব ভেদাভেদ ভুলে।
(৩০ জুলাই ২০১৩)