চুপটি করে এক নিরিকে
              গাছের ডালে বসে,
ছোঁ মেরে মাছটি ধরে
            আবার ফিরে আসে।
লেজটি  নাড়ে মাছটি গেলে
                    শব্দ তবু নাই,
সারাটা দিন মাছের খোঁজে
            একটুও অবসর নাই।
ধৈর্য  ধরে চুপটি করে
      সারাটা দিন জলের ধারে,
মাছটি পেলে অমনি গিলে
       খেয়ে দেয়ে পেটটি ভরে।
রঙ-বেরঙের পাখাটি বেশ
             রঙিন পালকে ঘেরা,
নদী-খাল-পুকুর পাড়ে
        নিত্য তাদের চলা ফেরা।
প্রকৃতির কোলে আপনি দোলে
                 জলাশয়ের ধারে,
সারাদিন খাবার খোঁজা শেষে
             আপন নীড়ে ফেরে।
               (০৯ ডিসেম্বর ২০১৩)