অথৈ আঁধার ডিঙ্গিয়ে নবীন সূর্য
                          ভোরের আলিঙ্গন,
নির্মোহ নীল সাগরের রৌদ্র-ছায়ার
                      মাঝে তারই সমর্পণ।
প্রবাহমান নদীর বালুতটে শুভ্র মেঘ
                          যেন মায়াময় মন,
বিষবৃক্ষের ঘেরাটোপে বৃত্তময় জীবন
                         তারই মাঝে মরণ।
প্রেম বন্ধনায় নাজুক নীলগিরিতে
                     ডায়ানা সম্মুখে ছোটে,
প্রেমের তাজমহল থেকে নবীনের
                      উল্লাস মায়াময় বটে।
কালের নতুন সকাল, জয়ের অহংকার
                         নবীনের জয়গানে,
স্তুতিবাক্য, নীরব প্রার্থনা দু’জনে নির্জনে
                   নতুন প্রাণের জাগরণে।
অলৌকিক আচমকা জেগে ওঠে ঐ
                              মায়াময় মন,
আপন ভূবনে মায়াময় আলিঙ্গনে
                          ধন্য তব জীবন।
(২৬ মে ২০১৩, রবিবার
      ২২ জৈষ্ঠ্য ১৪২০)