মেঘদুপুরে সূর্যটাকে ঢেকে মেঘগুলো উড়ে যায়,
মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের হাসি দেখা যায়।
              মেঘসূর্যের হাসি
              বড়ই ভালোবাসি।
দীঘির নিটোল কালোজলে শাপলা বাতাসে কাঁপে,
ময়ূরপুচ্ছ নাড়ায় ময়াবি মমতায় মেঘের অপরূপে।
              ঢেউগুলো সব দোলে
            সূর্য হাসে মেঘের কোলে।
কখনো মেঘ কখনো সূর্য প্রকৃতির রূপ হাসে,
সূর্যের আলো আর বৃষ্টি প্রকৃতি ভালোবাসে।
         ভ্যাপসা গরম মেঘদুপুরে,
         মেঘসূর্য কোলাকুলি করে।
সূর্যের আলো থেকে রোদের কণা মেঘের কিনারায়,
রঙধনুটার রঙের ছটা রূপসাগরে দিগন্তে মিলায়।
               মেঘসূর্যের খেলা
                 রঙধনুর মেলা
মেঘদুপুরে সূর্যটাকে আবার ঢেকে দেয়,
বৃষ্টি নামে ধরার বুকে শ্যামল সবুজ গাঁয়।
                                    


  (১৮জুন ২০০৯)