চিন্তায় মননশীল, মানবিক সহমর্মিতা আপদে-বিপদে
বিত্ত-বৈভবের লোভনীয় লালসা অর্জিত অর্থ সম্পদ।
মৃত্তিকাচুমে দিবস-রজনীতে মাতোয়ারা বিশ্বলীলায়,
ক্ষণিকের আস্তাকুড়ে ক্লান্তির বিভ্রান্তিতে নষ্ট চিন্তায়।