কানকথার অপপ্রচারে চাপাক্ষোভ
মস্তিষ্কে ব্যথা প্রচণ্ড,
ধুমায়িত শ্বাসনালী দীর্ঘশ্বাসে
ভোগে হৃদপিণ্ড।
ষড়রিপুর তাড়নায় নীতিভ্রষ্ঠ
দিকভ্রান্ত হৃদপাখি,
উদভ্রান্ত বৈভবে মাতে,
গোধুলি লগনে বোঝে ফাঁকি।