তামাম ভূবন অস্থির হৃদয় জাগরণ
                               চিন্তার আস্তাকুড়ে,
নিউরণে অণুরণ বুদ্ধিমত্তার উদ্ভাবণ
                                 আজ বিশ্বজুড়ে।
নিঝুম নিরবে কাঁদে শব্দাবলী
                            নির্বাক সে কাব্যভাব,
ভাষাহীনমুখ নিরবে বোঝায়
                       ক্লান্তি ছাপ ধূসর নীলাভ।