আমাদের ভাবনায় গভীরতা নেই,
ঘরের জানালা বন্ধ করে; মনকে করেছি পরাধীন।
আমরা দেখছি সাইবার জানালা দিয়ে---
ভাবনার জানালায় শুধু ডিজিটাল দুনিয়া।
চিন্তা ভাবনায় এসেছে অস্থিরতা আর অসারতা,
মনোজগতকে ডিজিটালাইজড় করতে যেয়ে
মনকে করছি যান্ত্রিক। ভাবনাতে অস্থির।
আমাদের ভাবনার পরিসর অনলাইন পোর্টাল
নিজস্ব মনোজগতে ভাবতে আমরা অনীহা।
              যান্ত্রিক অনলাইনে মতামত।
মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে সারাক্ষণ চ্যাটিং
ফেসবুক আর ইউটিউবে অযথা সময় অপচয়।
ভাবনার দুনিয়ায় ইনটারনেট, মস্তিষ্ক তাই নিষ্ক্রিয়।
সাইবার দুনিয়ায় নবীনের স্বাধীন বিচরণ
যান্ত্রিক গভীরতায় মানষিক অস্থিরতা।
মুখস্থর কিছু দরকার নেই, সবই বলে দিচ্ছে গুগল।
সারাক্ষণ ইণ্টারনেটে তবু কারো ফুরসৎ নেই
          কাগজের বইয়ের প্রতি তাই অনীহা।
আমাদের ভাবনার জায়গা দখল করেছে যন্ত্র
যা কিছু দরকার নেটে খোঁজ
মেধা বিকাশের চিন্তা চেতনার দরকার নেই।
ডিজিটালাইজডের সুবিধাগুলো জন জীবনে
              এনেছে সাচ্ছন্দ্যবোধ।
আর অসুবিধাগুলো ধ্বংস করছে উঠতি বয়সের
কোমল মতি ছেলে-মেয়েদের।
বেকার তরুণেরা সারাক্ষণ ঘুরছে ফেসবুকে।
পাশাপাশি তবু যান্ত্রিকতায় কারো সাথে সাক্ষাৎ নেই।
(১১ নভেম্বর ২০১৬ )