মধ্য নিশীথে হেমন্তের নরম শিশির
                নিবিড় নক্ষত্রের আলোকছটা,
কোমল স্নিগ্ধ নগ্ন হিম বাতাস
           শিশিরে ধোয়া প্রকৃতির বিষণ্নতা!
খেজুর গাছের সারি হেসে কুঁটিকুটি
রূপ লাবণ্যে মৌমাছি প্রজাপতির ছোটাছুটি।
পত্র পল্লবে মৌনতার গভীর আলাপন
                হেমন্তের পরাগ আসে, হাসে
মুকুলের দ্যুতিময় বাগিচা-কানন।
অগ্রহণে উঠানে ধানে-গানে নবান্ন পাড়াময়
   মধ্য নিশীথে চলে জারি-ধর্মসভা গ্রামময়।
নদীর গতিপথে নিবিড় সখ্যতা ঝর্ণার মিতালি
             মেঘবলিকায় যুবতি চাঁদের দ্যুতি ,
বিকেলে নরম রোদ শেষে
                       মধ্য নিশীথের শিশিরে
ঊষ্ণতা খোঁজে প্রকৃতির কোলে ঘুরে ঘরে।
স্বপ্ন জাগরণে একটু পরশে হলুদের আবরণ,
       মধ্য নিশীথে কুয়াশায় ঘোরে সমীরণ।
          (২৪ নভেম্বর ২০১৭)