মুক্ত বাজারে, মধ্যবিত্তের মিল আছে কথায় কাজে,
বারবার গর্জে উঠে ব্যর্থ,এই এলিট বর্জোয়ার মাঝে।
“প্রলিতারিয়েত আর বর্জোয়ার মাধ্যে এরা দোদুল্যমান”,
মধ্যবিত্তরা চায় সবার অধিকার যেন থাকে সমান সমান।
গণতন্ত্র বলে,“ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ”,
সমাজতন্ত্র বলে,“শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কাজ সর্বক্ষণ”।
বিত্তহীন আর মধ্যবিত্তদের শোষণে উচ্চবিত্তরা হচ্ছে আরো ধনি,
নিপীড়িত কৃষক-শ্রমিক ভাবছে আমরা বিধাতার কোন প্রাণি!
পুঁজিতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র সবইতো বর্জোয়াদের স্বার্থে।
বক্তৃতায় খেটে খাওয়াদের পক্ষে, অথচ কাজে বর্জোয়া রক্ষার্থে।